বানেশ্বর মহাসড়কের উপর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা করায় জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০; সময়: ৭:৪৩ অপরাহ্ণ |
বানেশ্বর মহাসড়কের উপর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সড়কে প্রতিবন্ধকতা ও দাড়ি পাল্লা অপসারণের জন্য অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।

মঙ্গলবার বিকালে বানেশ্বর বাজারে মহাসড়কের উপর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহন আইন এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং এরপর বানেশ্বর মাছ হাটা এর মাছ ব্যবসায়ীদের ব্যবহৃত দাড়ি পাল্লা অপসারণ করা হয় এবং ডিজিটাল ওজন মেশিন ব্যবহারে নির্দেশ প্রদান করা হয়।

পরবর্তীতে বানেশ্বর বনিক সমিতি এর সামনের অবৈধ স্থাপনা সমূহ অপসারণের নির্দেশনা প্রদান করা হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে