পবার হরিপুরে কার্যকর ও জবাবদিহিমূলক গণশুনানী

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
পবার হরিপুরে কার্যকর ও জবাবদিহিমূলক গণশুনানী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার হরিপুরে কার্যকর ও জবাবদিহিমূলক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে হরিপুর ইউনিয়ন হলরুমে স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা স্থানীয় সরকার উপপরিচালক পারভেজ রায়হান। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, রাজশাহী জেলা ইএএলজি প্রজেক্টের ডিএফ আবু হেনা মস্তফা কামাল, এলজিএসপি-৩’র ডিএফ আকতার হোসেন, দামকুড়া থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম।

উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ইউপি’র সদস্য আকবর আলী, আলম আলী, সেলিম রেজাসহ সদস্যবৃন্দ, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে