রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওয়াকিটকি সেট প্রদান

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওয়াকিটকি সেট প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম ও নাগরিক সেবা কার্যক্রম গতিশীলকরণ এবং সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য কর্মকর্তা-কর্মচারীদের ওয়াকিটকি সেট প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে ১৫টি ওয়াকিটকি সেট বিতরণ করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতোপূর্বেও সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের প্রদান করা ৪৮টি ওয়াকিটকি সেট সচল রয়েছে। এর সাথে যোগ হলো আরো ১৫টি ওয়াকিটকি সেট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে