রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ

প্রকাশিত: জুন ২৭, ২০২০; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে সামাজিক কল্যাণ সংস্থা। শনিবার নগরীর ভাড়ালিপাড়ার রাস্তার পাশে নিম গাছ লাগিয়ে এ কর্মসূচি পালিত হয়।

সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী বলেন, মানুষ না থাকলে গাছের কোনো অসুবিধা হতো না, কিন্তু বৃক্ষরাজি না থাকলে মানবজাতির অস্তিত্বই বিলীন হয়ে পড়ত। বৃক্ষ পরিবেশ ও প্রকৃতি জীবজগতের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অতি জরুরি অক্সিজেন আসে বৃক্ষ থেকে।

তিনি আরো বলেন, পরিবেশ বিপর্যয়ের জন্য আজ প্রতিদিন বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। দেশে বজ্রপাত, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পাহাড়ধস, ঘূর্ণিঝড়ের প্রভাব দিন দিন বৃদ্ধিই পাচ্ছে তাই প্রত্যেকের উচিত নিজ উদ্যেগে যেখানে সম্ভব সেখানেই বৃক্ষরোপন করা।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার শাহীদ আহমেদ রুপক, রাজন শেখ, শরিফুল ইসলাম চঞ্চল, ডেনিসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে