ভিপিএল এর জার্সি উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ১০:৩১ অপরাহ্ণ |
খবর > খেলা
ভিপিএল এর জার্সি উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : ভাটাপাড়া প্রিমিয়ার লীগের (ভিপিএল) জার্সি উন্মোচন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবন চত্বরে ভাটাপাড়া যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন মেয়র।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এমন ছোট ছোট টুর্মামেন্ট থেকে দেখা যাবে, অনেক বড় বড় খেলোয়াড় তৈরি হবে। এজন্য এসব টুর্নামেন্ট আয়োজন অব্যহত রাখতে হবে। টুর্নামেন্ট আয়োজনে অতীতেও আমার সহযোগিতা ছিল, আগামীতেও থাকবে।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন ভিপিএল টুর্নামেন্ট আয়োজন কমিটির উপদেষ্টা রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক ড. ফখরুল ইসলাম টুটুল। এ সময় আটটি দলের অধিনায়ক ও খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে কালেক্টরেট মাঠে ভিপিএল শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে আরসিসি, ডব্লিউকেভি, বিডব্লিউ, এলেভেন সিস্কার, এফসিসি, এমসিসি, ডব্লিউবি ও ফাইভ স্টার দল অংশ নিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে