বাগমারার গনিপুর ইউনিয়নে নৌকার গণজোয়ার

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১; সময়: ২:১২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ রির্বাচনে গনিপুরে নৌকার গণজোয়ার এসেছে। বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকের প্রার্থী এস.এম. এনামুল হক বিজয় লাভ করবেন বলে জানান ভোটাররা। গত দুই নির্বাচনে গনিপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করায় সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে ইউনিয়ন। সরকার ক্ষমতায় থাকলেও সরকার বিরোধী চেয়ারম্যান হওয়ায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

উপজেলার সর্ববৃহৎ ইউনিয়নে দীর্ঘ সময় ধরে রাস্তাঘাটের উন্নয়নমূলক কর্মকান্ড সংগঠিত না হওয়ায় নানান বিড়ম্বনায় পড়তে হয় ইউনিয়নবাসীকে। ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক। গত নির্বাচনে নৌকার প্রার্থী হলেও সামান্য ভোটে পরাজিত হন তিনি। তবে দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও বিরোধী চেয়ারম্যানের কারনে উন্নয়ন বঞ্চিত হয়েছে গনিপুর। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণ।

গনিপুর ইউনিয়নে জুড়ে সকলের মুখে মুখে নৌকার জয়গান। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জনপ্রিয়তার র্শীষে উঠে এসেছেন এস.এম. এনামুল হক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচন করছেন। গত নির্বাচনে পরাজিত হলেও লোকজনের মাঝ থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। ইউনিয়নবাসীর সকল প্রয়োজনে পাশে থেকেছেন সব সময়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, নৌকার বিজয়ে আমরা ঐক্যবদ্ধ। সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ে কাজ করে চলেছি। ইউনিয়নের উন্নয়ন চাইতে সবাই নৌকার বিজয় ঘটাবে।

এস.এম এনামুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে