চারঘাটে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান জরিমানা ও কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
চারঘাটে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান জরিমানা ও কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান অব্যহত রয়েছে। চলমান এই অভিযানে চারঘাট নৌপুলিশের সহযোগীতায় গত ৬ দিনে ১ লক্ষ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ কেজি মা ইলিশ ও একজন জেলেকে আটক করেছে।

পরে জব্দকৃত এইসব অবৈধ জালগুলো নদীর ধারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালতে আটককৃত জেলেকে হাজির করলে শুনানি শেষে আর কোনদিন অবৈধভাবে ইলিশ মাছ ধরবে না এই মর্মে মুচলেকা দিলে মা ইলিশ সংরক্ষন আইনে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে ছেড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, এএসপি, চারঘাট নৌ ফাড়ি পুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক মনিরুল ও ক্ষেত্রসহকারী তাকির হোসেন ও চারঘাট প্রেসক্লাবেরর সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও চারঘাট নৌ ফাড়ির সহযোগীতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ উপলক্ষে সারা দেশের ন্যায় গত ১৪ই অক্টোবর থেকে মা ইলিশ আহরণ রোধে পদ্মা ও বড়াল নদীতে অভিযান অব্যহত রয়েছে। পাশাপাশি ইলিশ বাজারজাতকরণ রোধে উপজেলার প্রতিটি বাজারগুলোতে অভিযান অব্যহত রয়েছে।

মাছ ধরা বন্ধে জনসচেতনায় উপজেলা মৎস্য অধিদপ্তর মাইকিং, উঠানবৈঠক ও উপজেলার বিভিন্ন হাটবাজারে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া ভিজিএফ আওতায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৫শত ৪০টি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

 

  • 108
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে