রাজশাহী নগরের ছেলেধরা সন্দেহে একজনকে গণপিটুনি
প্রকাশিত: ২৩-০৭-২০১৯, সময়: ০০:১৩ |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গনপিটুনি দিয়েছে বস্তিবাসী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক লেক সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
আকার আলী (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ি বরিশাল কোতুয়ালি থানা এলাকায়। তার পিতার নাম করম আলী বলে জানিয়েছে পুলিশ।
বস্তিবাসীর অভিযোগের বরাদ দিয়ে চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির জানান, বস্তিবাসী হাসান নামের একজনের ঘরে ঢুকে তার শিশু সন্তানকে নেয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বস্তির লোকজন গিয়ে তাকে ধরে পিটুনি দেয়। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।