পুঠিয়ায় ফসলী জমি নষ্ট করে পুকুর খনন, দেখার কেউ নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
পুঠিয়ায় ফসলী জমি নষ্ট করে পুকুর খনন, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাতের আধারে রাজশাহীর পুঠিয়ায় বাঁশবাড়িয়া পশ্চিমভাগ মাঠে ইউপি সদস্য জুয়েল ফসলী জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

যার কারণে নিরবিগ্নে রাতের আধারে পুকুর খনন করে চলেছে প্রভাবশালীরা। তাদের ভয়ে এলাকার কোন মানুষ প্রতিবাদ করার সাহস পায়না। দেখার যেন কেউ নাই।

এলাকাবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের বাঁশবাড়িয়া পশ্চিমভাগ মাঠে ফসলী জমিতে পুকুর খনন চলছে। ইতি মধ্যে রাতে রাতে পুকুর খনন ফসলী জমিতে ভেকু মেশিন দিয়ে খনন করেন দুই ধার বাঁধাই করেছে। রাত ৯ টা থেকে ১০ টার দিকে ফসলী জমিতে ২টি ভেকু মেশিন দিয়ে খনন করে আর ভোর রাতে মেশিন বন্ধ করে সেখান থেকে অন্যত্র নিয়ে গিয়ে রাখে। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী আরো জানান, জুয়েল রানা ইউপি সদস্য নির্বাচিত হয়। এরমধ্যে জেলা প্রশাসকের স্বাক্ষর জলিয়াতির কারণে আটক হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আলাদিনের প্রদীপের মত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। বর্তমানে ভেকু মেশিন, বাড়ি ও মোটরসাইকেল সহ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যার কারণে তাকে কেউ কিছু বলার সাহস পাই না।

ভালুকগাছী ইউপি সদস্য জুয়েল জানান, এবার পুকুর খননের কোন অনুমতি নাই। তবে সেই মাঠের জমি নিচু। আর ভাটা আলারা মাটি নিচ্ছে তাই পুকুর খনন করছি।

থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার কে বলেন। তিনি যদি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাহালে আমার পুলিশ ফোর্স যাবে। এছাড়া আমি যদি অভিযোগ পাই তাহলেও ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ জানান, ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। পুলিশকে বিষয়টি জানান। তারপর আমি ব্যবস্থা নিচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে