বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ব্যাংক নার্সিং কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ব্যাংক নার্সিং কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী ইসলামি ব্যাংক নার্সিং কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ দিন ব্যপি ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার সকালে রাজশাহী নওদাপাড়া ইসলামী ব্যাংক নার্সিং কলেজ প্রাংঙ্গনে প্রথম দিনের মতো খেলা উদ্বোধন করেন কলেজের অধ্যাক্ষ মোছাম্মাদ মেজর ডালিম।

জাতির জনক বঙ্গবন্ধু শততমো জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ কতৃপক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য এ ব্যতিক্রম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। ৭ দিন ব্যপি এ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে সকাল ১০ টা থেকে প্রথম পর্বে শুধু ছাত্রীদের মাঝে বালিশ খেলা, চেয়ার খেলায় অংশগ্রহন করেন ছাত্রীরা। এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠান পরিচালনা ও পর্যবেক্ষন করেন প্রতিষ্ঠানের একাউন্ট অফিসার মোহাম্মাদ মাসুম।

এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। ৭ দিন ব্যপি এ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরন করবেন রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজ নওদাপাড়া শাখার অধ্যাক্ষ মোছাম্মাদ মেজর ডালিম।

ইসলামী ব্যাংক নাসরিং কলেজের অধ্যাক্ষ মোছাম্মাদ মেজর ডালিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ দিন ব্যপি এক ব্যতিক্রম ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছি। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে