মোহনপুরে একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
মোহনপুরে একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : মহান ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা শহীদদের প্রথম প্রহরে মোহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ উপজেলা পরিষদরে চেয়ারম্যান আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল সানজীদা রহমান রিক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সকল কর্মকর্তা, কর্মচারী মোহনপুর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টার প্রভাত ফেরীতে অংশ নেয় পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মোহনপুরে সকল সরকারি- বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধ-নিমিত রাখা হয়।

পরে উপজেলা স্মৃতিসৌধে মহান ২১ ফেব্রুয়ারী শহীদদের স্বরণে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে