পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২১; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত হলো নতুন ডিজিটাল এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি। মঙ্গলবার সকালে দারুশায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব যন্ত্রপাতির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এছাড়া প্রধান অতিথি এদিন করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাক্সিন গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিপি) এম এ মতিন, হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

এই স্বাস্থ্য কমপ্লেক্সে-এ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’র সহায়তায় ডিজিটাল এক্স-রে মেশিন, ডিজিটাল ডেন্টাল এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, কার্ডিয়াক মনিটর, এ্যানেসথেসিয়া, সুকার মেশিন, এনালাইজার, হ্যান্ডপিনকার্ড, ফটো ইকোলরী মিটার ও প্লাস অক্সিমিটারী যন্ত্রের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আগত রুগিদের রুগি কল্যাণ তহবিল কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি স্বাস্থ্য কমপ্লেক্সের দপ্তর ও বিভাগ পরিদর্শন এবং ভর্তি ও আগত রুগিদের খোঁজখবর নেন। শেষে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাক্সিন গ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে