নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ভবনের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১; সময়: ৭:৩৭ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) স্থায়ী ক্যাম্পাস ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৬ নভেম্বর বেলা ১১টায় রাজশাহী নগরীর মতিহার থানার নাটোর রোড সংলগ্ন চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক ও নারীনেত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব, দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধক অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা-কার্যক্রম শুরু হলো। দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ, গৌরব, স্বপ্নপূরণ ও ইতিহাসের দিন। অনুষ্ঠানে অধ্যাপিকা রাশেদা খালেক তাঁর নিজস্ব একখণ্ড জমি বিশ্ববিদ্যালয়কে দান করেন। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউজিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের সদস্য-সচিব প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, নিজস্ব ভবনে শিক্ষা-কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বহুগুনে বৃদ্ধি পেল। দক্ষ শিক্ষকের মাধ্যমে মান সম্মত শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেন বেকার থাকতে না হয় সেদিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, ট্রাস্টিবোর্ডের সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মো. নবিউল করিম, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, সাদেক আলী, ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝরসহ বিশ^বিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানের সঞ্চালক ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট রচিত উদ্বোধনী সঙ্গীত বাজানো হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে