রাজশাহী গভ: ল্যাবরেটরী হাই স্কুলের ৯৩ ব্যাচের রজত জয়ন্তী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গভ: ল্যাবরেটরী হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও রজত জয়ন্তীতে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফয়সাল কবির চৌধুরী।
সদস্য সচিব মীর হাসনাত আযমের পরিচালনায় প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোসলেম উদ্দিন, আশরাফ আলী খান, শামসুল হক, নাইমুল হক, মাযহারুল হান্নান প্রমুখ এবং বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রশীদ, ৯৩ ব্যাচের আব্দুল্লাহ আল এহসান, ডা: আফজালুল হক, তাকরিওজ জামান, ডা: সোয়েব রহমান, আলমগীর কবির, নাসির উদ্দিন, লায়নমাসুদ রানা, মেসবাউল হক, তৌফিক আলী, একেএম রেজাউর রহমান, জিয়াউর রহমান, শামীম হোসেনসহ ব্যাচের ৬০ জন প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারবর্গ।
উদযাপন অনুষ্ঠানে বিকেলে ক্রিকেট ম্যাচ, বর্ণাঢ্য র্যালী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তীর সমাপ্ত ঘোষণা করা হয়।