সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০; সময়: ১১:৩২ অপরাহ্ণ |
সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ মার্চের সম্মেলন সফল করতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, আলহাজ্ব মাহ্ফুজুল আলম, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান, নিঘাত পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাঈমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আসলাম সরকার, আসাদুজ্জামান আজাদ, দপ্তর সম্পাদক মাহবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

দীর্ঘ ৫ বছর পর আগামী ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলন ঘিরে উজ্জীবিত নগর রাজনীতি। পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন আর ব্যানারে নগরীর সড়ক ও মোড়গুলো রঙিন হয়ে উঠেছে। নগরজুড়ে সাজ সাজ রব। প্রতিদিন ওয়ার্ডগুলো সরগম হয়ে উঠছে সম্মেলন সফল করার মিছিলে। তবে এবার নগর আওয়ামী লীগের শীর্ষ দুই পদে কে আসছেন তা নিয়ে নগরবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।

এবারো সভাপতি পদে বর্তমান সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প দেখছে না নেতাকর্মীরা। ফলে এ পদ নিয়ে ভাবছেন না তারা। তবে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রয়েছেন ডজন খানেক নেতা। শীর্ষ এই পদপ্রত্যাশী বেশী হওয়ায় ফেসবুকসহ চায়ের কাপে চলছে নানা জল্পনা কল্পনা।

বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার পদটি ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। ক্লিন ইমাজের শক্তিশালী প্রার্থী হিসেবে সাধারণ সম্পদক পদ পথে মাঠে সক্রিয় রয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক নাইমুল হুদা রানা ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। যাদের মধ্যে পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুবাদে বেন্টুর নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে শক্তিশালী অবস্থান ও সমর্থন রয়েছে। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছেন তিনি।

এদের বাইরে সাধারণ সম্পাদক পদ পেতে তৎপরতা চালাচ্ছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নওশের আলী, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আরেক সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, ও মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ রুবন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে