‘নির্বাচনে জিতলে স্বচ্ছ-হারলে কারচুপির অভিযোগ বিএনপির নীতি’

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
‘নির্বাচনে জিতলে স্বচ্ছ-হারলে কারচুপির অভিযোগ বিএনপির নীতি’

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ১৪ দলের মুখপাত্র আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে জিতলে স্বচ্ছ – হারলে কারচুপির অভিযোগ বিএনপির এখন এটাই নীতি। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে জনবিচ্ছিন্ন বিএনপি আবারও মিথ্যা বিবৃতির বস্তা খুলে বসেছে। প্রতিদিনই নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় করছে। নির্বাচনে যেই জিতুক আওয়ামীলীগ মেনে নেবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, বিশ্বের বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে ইবিএম পদ্ধতিতে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পদ্ধতিতে বগুড়া সহ কয়েকটি স্থানে আওয়ামীলীগের পরাজয় হয়েছে। এখানে কিন্তু কারচুপির কথা বলা হয়নি। অথচ ঢাকার সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি সমালোচনা শুরু করছে। তাদের উদ্দেশ্য জনগন বুঝে গেছে। হেরে যাবার ভয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে তারা।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভির ইমাম জয় এমপি, সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে