শুভডাঙ্গায় সাধারণ সম্পাদক প্রার্থী আফসারুজ্জামানের প্রচারণা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
শুভডাঙ্গায় সাধারণ সম্পাদক প্রার্থী আফসারুজ্জামানের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে ইউনিয়ন ও পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন এবং পৌর আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে এবার যোগ্যরাই পদে আসছেন। শুভডাঙ্গা ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে থাকতে পারে একাধিক প্রার্থী। এবারের প্রতিটি সম্মেলনই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তরুণ প্রজন্মের উদীয়মান সৎ, যোগ্য, নিষ্ঠাবান প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান। দীর্ঘদিন থেকেই রাজনীতির মাঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন তিনি। মানুষের সমস্যার কথা শুনলে ছুটে যান সেখানে। ইউনিয়নের সর্বত্র তিনি বিচরণ করনে।

আফসারুজ্জামানের বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। তবে তিনি রাজনীতির কারনে মচমইলে থাকেন। আফসারুজ্জামান ১৯৮৫ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়। ছাত্রলীগের মধ্যে দিয়ে শুরু হয় তার রাজনীতি। ১৯৯৫ সালে ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মানুষের ভালবাসা আর দলের স্বার্থে কাজ করতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তিনি।

আগামী ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। আফসারুজ্জামান দলের স্বার্থে কাজ করার আগ্রহ নিয়ে মাঠে নেমেছেন। এ ব্যাপারে সাধারণ সম্পাদক প্রার্থী আফসারুজ্জামান জানায়, আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত আছি। আমার রাজনীতি মানুষ ও দেশের স্বার্থে ব্যক্তি স্বার্থে নয়। আমি রাজনীতি করি জনগণের প্রয়োজনে। কাউন্সিলরা আমাকে সাধারণ সম্পাদক পদে চাচ্ছেন তাই আমি নির্বাচনে এসেছি। শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের আগামী ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তৃলমূলের রাজনীতিকে আরো বেগবান ও শাক্তিশালী করবো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে