বিএনপিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র সফল হবে না: জয়

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১; সময়: ১০:৩১ অপরাহ্ণ |
বিএনপিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র সফল হবে না: জয়

পদ্মাটাইমস ডেস্ক : যারা বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে ফের ক্ষমতায় বসাতে চায় তাদের সে ষড়যন্ত্র সফল হবে না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ যখনই সামনে এগিয়ে যায় তখনই দেশে ষড়যন্ত্র শুরু হয়। জাতীয় নির্বাচনের আগেই এ ষড়যন্ত্র শুরু হয় বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, একটি শ্রেণি আছে যারা বিদেশিদের কাছে হাত পাতে এবং বিশ্বাস করে বিএনপিকে আবার ক্ষমতায় বসাবে। কিন্তু, তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জয়।

রবিবার দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তি ফাইভ জি সেবার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

এদিকে, বাংলাদেশ দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তি ফাইভ জি’র যুগে প্রবেশ করেছে। প্রাথমিকভাবে সীমিত আকারে টেলিটকের মাধ্যমে রাজধানীর সংসদ ভবন এলাকা, সচিবালয় এবং ধানমণ্ডি ৩২ নম্বরসহ ৪টি স্থানে এই সেবা চালু হবে।

আর ঢাকার বাইরে চালু করা হবে টুঙ্গিপাড়ায় এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাইভ জি সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

আপাতত ছয়টি এলাকায় ফাইভ জি সেবা চালু হলেও ২০২২ সালের মধ্যে রাজধানীর ২০০টি টাওয়ারে ফাইভ জি সেবা চালু করবে অপারেটরটি। তবে তরঙ্গ নিলামের পর আগামী বছর অন্যান্য অপারেটরও ফাইভ জি চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে