চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা

প্রকাশিত: মার্চ ৭, ২০২০; সময়: ৪:৫৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চ শনিবার সকালে মুজিব বর্ষের প্রাক্কালে বাল্যবিবাহ প্রতিরোধে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পরিষদের কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. তৌফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়াও সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করারও আহবান জানান। সভাটি উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। এর অর্থায়নে ছিল এলজিএসপি-৩ প্রকল্প।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে