করোনা চেনা অচেনা

প্রকাশিত: ২৫-০৩-২০২০, সময়: ১৮:১৭ |
Share This

চেনা শহর চেনা দেশ চেনা দুনিয়া
এখন সবই অচেনা; কোভিড
আতঙ্কে বিশ্ব আজ সত্যিই শঙ্কিত-
অনেকে চেনা মানুষ হারিয়ে
বাকরুদ্ধ; নিরুপায়ের আত্ম সমর্পণ।

বিজ্ঞান কি করোনায় পরাজিত?
নাকি মানব হত্যায় নেমেছে
কোন দরদী শত্রু? নিরুপাই,
নাকি জেগে ঘুমাচ্ছে বিশ্ব নেতারা-
নাকি বিশ্ব নেতাদের বহুরুপি
কারসাজি, মানুষ মারতে ধরেছে
বাজি, এ গজব থেকে রক্ষায় কে-
নানা প্রশ্নে বিশ্ব আজ দিশেহারা।

সাম্য বিধানে নেমেছে প্রকৃতি;
পরীক্ষা নিচ্ছে মানবের। হিংস্র
দুর্ণীতিবাজ, মুনাফাখোর সবাই
এক সারিতে। হৃদয় ভাঙ্গা করোনা;
বেসামাল পৃথিবি।

বোঝেনা ভালবাসা স্নেহ ও শ্রদ্ধা
হৃদয়ের স্পন্দন বোঝেনা করোনা-
এত যে মৃত্যুর মিছিল, গাইছে না
কেউ সংগ্রামী গান, ভাবছে না নিতে
দখলে রাজ্য, অসহায় মানবকুল;
করোনায় এক অপ্রতিরোধ্য যোদ্ধা।

যুগে যুগে মানবের কল্যাণে
এসেছে ঐশীকথা-বিশ্বাস নইলে
সতর্কবার্তা; জ্ঞানীদের
জন্য অমিয়বাণী।
ধনী-গরীবের ভাগে একটিই রুটি
দাফনও একই রীতিতে-
জাগতিক মোহে ক্ষমতার দম্ভে
শিখিনি একটুখানি।

মুখে সাম্যের গান অন্তরে
বিষাদসিন্ধু-
শোষণ শাসনে কষাঘাত
ছাড় নেই এক বিন্দু।

পৃথিবি এখন করোনার
কারাগারে বন্দী;
মানুষ নিরুপায়, পারছে না
করতে সন্ধী।

করোনা কারো না বিশ্বে আতঙ্ক
এখনো হুস নেই হচ্ছে না সতর্ক-

ঘন ঘন জ্বর আর এরপর কাশি
ছড়াবে করোনা, ফেললে হাঁচি-
আতঙ্কিত নয়, সতর্ক সচেতনই
করোনা রুখতে জীবের হাসি।

ডায়াবেটিকস-উচ্চ রক্তচাপে সাবধান
বারেবারে হাত ধোয়া ঘন ঘন পানি পান।
এ মরণব্যাধি যেন চেনায় অচেনা
বিশ্ব বন্ধ ডেকেছে ঘরের বাইরে যেতে মানা।
বিদেশ ফেরত স্বজন; কিংবা বুকেরই ধন
কোয়ারিন্টিনে রাখি তাদের, এই হোক পণ।
দুরে থাকি দুরে রাখি নেই সম্পর্কে
সঙ্গনিরোধে রাখি ১৪ দিনের অঙ্কে।

করোনায় কর না, কেউ অবহেলা
ভাইরাস করোনা, নয় হেলাফেলা
ধরলে করোনা, পাশে থাকবে না কেউ
আইসোলেশনে, থেমে যাবে জীবনের ঢেউ।

ছন্দপতন নয়-এ যে প্রকৃতির খেলা-
এত বড়াই এত লড়াই- উইঘুর
সিরিয়ায় মানব নির্যাতন।
দেশে দেশে ঝলমলে আলো,
নেই বারুদের গন্ধ, তবুও ধ্বংস;
এবার নিয়ন্ত্রনে মহাজন।

হে মহাজন হে নিরঞ্জন হে প্রভু
তোমার সৃষ্টির ভুল হয় যে তবু
মাফি মাঙি বারবার তুমি রহমান
হতে দিও না তুমি সৃষ্টির অপমান।

লেখক : মাহবুব দুলাল, কবি ও সাংবাদিক

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে