বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

তদন্ত শেষ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ, ১টি সিংহীসহ ১৩টি প্রাণীর মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত পৃথক চারটি প্রতিবেদন যুক্ত করে আইনজীবী হারুন অর রশীদ ২ ফেব্রুয়ারি রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে অরিবিন্দ কুমার রায় বলেন, সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। কোনো ধরনের বিলম্ব ছাড়াই কমিটি তদন্ত করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দেবে।

রিট আবেদনকারী আইনজীবী হারুন অর রশীদ বলেন, সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুতে কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে