৭ মার্চ স্বীকৃতি ইউনেস্কোর

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ১১:১১ অপরাহ্ণ |
৭ মার্চ স্বীকৃতি ইউনেস্কোর

মাহবুব দুলাল
সেদিন চাঁদের আলো ছিল কী না জানি না,
জানি না সূর্যের আলো ও তাপ ছিল কী না-
জানি অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায় সেদিন ছিল
আলো ও তাপ দু’টোই।

বরাঙ্গনার প্রসব বেদনা ভেদে সেদিন
জন্মেছিলে, বাংলার মাটি ও মানুষকে
বাঁচাতে, বাংলার মানচিত্র আর স্বাধীন
পতাকা ধরে দু’মুঠোই।

ভাবেনি সেদিন তোমার চলার পরতে
ধ্বনিত হয়েছে, প্রজ্ঞা আর প্রজ্বলনে
বীজ হয়েছে রোপিত; পরাধীনতার
শৃংখল ভেঙ্গে স্বাধীনতার।

জীবদ্দশায় শুধুই ভাবনা ছিল বাঙলার
মানুষকে নিয়ে, বিজাতির সাথে করোনি
প্রণয়, তুমি করেছিলে প্রণয়ন বাংলার,
রাখনি পাকিস্তানি আবদার।

এখনো তারা ও তাদের উত্তরসূরি- ছোপ
মারে বাংলায়, যারা স্বাধীন দেশের বুক
রক্তে ভিজিয়ে সবুজে দিয়েছিল কলংক,
তারাই পাক-উর্দুভাষী।

তারপর, এতদিন পর, যুগ যুগ- অতঃপর
না বাংলায়, না এশিয়ায়, তুমি সারা বিশ্বে
তুমি মরোনিÑ জেগে আছ, জেগে থাকবে
গ্রহনীয় তুমি অবিনাশী।

সেদিন তোমার ডাকে সোচ্চার বাংলার
জনতা; সাথে ভারত-ভুটান-মস্কো;
শরীরে তুমি নেই, আছ কীর্তিতে-বাণী
অমিয়, ৭ মার্চ স্বীকৃতি ইউনেস্কোর।

লেখক-সাংবাদিক, কবি ও কলামিষ্ট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে