গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বরণ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪; সময়: ৮:৫৭ অপরাহ্ণ |
গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বরণ

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর ছাত্র- ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হেেছ।

রোববার (২৮জানুয়ারী) দুপুরে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ চত্তরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ,সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমৃখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আফসার আলী। আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেনীর নবীণ শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি মুখ করিয়ে বরণ এবং বিদায়ীসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

বক্তব্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা সম্পর্কে সচেতন হতে হবে। সময়মতো নিয়মিত পড়ালেখা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। আগামীর বাংলাদেশ বির্নিমানে শিক্ষকদের আন্তরিক, অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের বইমুখী করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে