চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিশ্ব  শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি হয়।
র‌্যালিটি শহরের শিল্পকলা মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের ৪র্থ তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা হয়।
সমিতির জেলা শাখার সভাপতি মো. আসলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ খাতুন, আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত ই খুদা, হরিপুর (১) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মারসাল, পারকেজি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিনসহ অন্যরা।
র‌্যালি ও আলোচনা সভায় জেলা সদরের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতি আসলাম কবির জানান, আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মর্যাদা রক্ষার আন্দোলনে বাংলাদেশ শিক্ষক সমিতি নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয়করণসহ শিক্ষকদের নানাবিধ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তিনি।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে