‘আগামী ৩০ দিন দেশের জন্য ঝুকিপূর্ণ’

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
‘আগামী ৩০ দিন দেশের জন্য ঝুকিপূর্ণ’

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তারে আগামী ৩০ দিন দেশের জন্য ঝুকিপূর্ণ বলে জানান তিনি। সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন বাহিনীসহ ১৮টি মন্ত্রণালয় নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, তাঁদের সবার পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে। আগে করোনা শনাক্তে একটামাত্র প্রতিষ্ঠানে কাজ করতো, এখন ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আজ থেকে প্রতি উপজেলায় ১০ জন করে নমুনা পরীক্ষার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

দেশে এক লাখ কিট চলে এসেছে। আরও কিছু পথে আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশকে কীভাবে রক্ষা করতে পারি সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা পালন করতে হবে।

তিনি জানান, এরইমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা পর্যায়ে হাসপাতাল আইসোলেশন ইউনিট করা হয়েছে। এছাড়া টেস্টিং সুবিধা বাড়ানো হয়েছে ১৪-১৫ জায়গায়। প্রচুর পিপিই তৈরি হচ্ছে, মাস্কও তৈরি হচ্ছে।

এছাড়াও হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সব ডাক্তাররা প্রাইভেটে রোগী দেখা বন্ধ করেছেন, সারাদেশে তাঁদের তালিকা করে পরবর্তীতে দেখা হবে কি ব্যবস্থা নেয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা থেকে দেশকে মুক্ত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। লকডাউন করেও ঢিলেঢালা ভাবে চলছে সবকিছুই। বাজারগুলোতে মানুষের উপস্থিতি বেশি। এছাড়া পোশাক শ্রমিকরা দলে দলে ঢাকায় আসছে, মসজিদে মুসুল্লিতে উপস্থিতি কমছে না।

পরীক্ষার আওতা বাড়ার পর দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে; একদিনে নতুন ৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৩ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ১২ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে