দেশে লাফিয়ে বাড়ছে করোনার রোগি ও মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ১:২৪ অপরাহ্ণ |
দেশে লাফিয়ে বাড়ছে করোনার রোগি ও মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে ২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। রোববার করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩ জন দাঁড়িয়েছে। আর মোট আকান্তের সংখ্যা ১১৭ জন। আগামী ৩০ দিন দেশের জন্য ঝুকিপূর্ণ বলে জানান তিনি।

এর আগের দিন রোববার দেশে কোরনা আক্রন্ত রোগি শনাক্ত হয় ১৮ জন। আর মৃত্যু ছিল একজন। তার আগের দিন করোনা রোগি শনাক্ত হয় নয়জন। আর মারা যান দুইজন। গত তিনদিন ধরে এ ভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রন্ত রোগি ও মৃত্যু সংখ্যা।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১১ লাখ ১৮ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মারা গেছেন ১৩ জন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এরপর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে