নামি দামি ডাক্তারা কোথায়?

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ২:৫৪ পূর্বাহ্ণ |
নামি দামি ডাক্তারা কোথায়?

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের বেসরকারি হাসপাতালের নামি দামি ডাক্তাররা আজ কোথায়? বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার দেশব্যাপী রোগ শনাক্তকরণ পরীক্ষা বাড়ালেও এই সেবা শুধুমাত্র নির্দিষ্ট কিছু সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় পাওয়া যাচ্ছে।

কোন বেসরকারি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে এখনো করোনাভাইরাস পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১৪টি পরীক্ষাগারে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে নয়টি ল্যাব ঢাকায় এবং বাকি পাঁচটি ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও কক্সবাজারে রয়েছে। খুলনা, বরিশাল ও সিলেট এই তিনটি বিভাগীয় শহরে আরও তিনটি ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। প্রতিটি বিভাগে ল্যাব স্থাপনের পর সেটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনে সম্প্রসারণ করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সরকারি পর্যায়ে শতভাগ সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলোকে এই পরীক্ষার আওতাভুক্ত করার কথা ভাবছে না সরকার, এমনটিই জানিয়েছেন হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার। তবে প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্তকরণ পরীক্ষা চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মিসেস আক্তার বলেন, সরকার এখনও এই পরীক্ষা সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। এখনও অনেক কিট আসছে। সব কাজ সম্পন্ন হলে একসাথে আরও কয়েকগুণ বেশি নমুনা পরীক্ষা করা যাবে। তারপরও যদি প্রয়োজন পড়ে, তাহলে বেসরকারি হাসপাতালের সহায়তা নেয়া হবে। এখন পর্যন্ত সরকার যতোটুকু সক্ষমতা অর্জন করেছে, সেটা দিয়েই কাজ করছে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে