‘বিদেশি সিরিয়াল সম্প্রচারে অনুমতি লাগবে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
‘বিদেশি সিরিয়াল সম্প্রচারে অনুমতি লাগবে’

পদ্মাটাইমস ডেস্ক : দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল সম্প্রচারে তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডিরেক্টর গিল্ডের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এসময় বিদেশি মডেলদের দিয়ে বানানো বিজ্ঞাপনের মডেলদের শুল্কের পাশাপাশি নির্মাতাদেরও ট্যাক্স দিতে হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় টেলিভিশন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, যে কেউ যে কাউকে দিয়ে বিজ্ঞাপন চিত্র বা অন্যকিছু বানাতে পারে। সেটি হলিউডের শিল্পীকে দিয়েও বানাতে পারে আবার বোম্বের শিল্পীদের দিয়েও বানাতে পারবে। এখন থেকে যারা বানিয়ে আনবে তাদেরকে আলাদা ট্যাক্স দিতে হবে। বিদেশি কোনো সিরিয়াল যদি দেখাতে হয়ে টেলিভিশনে তাহলে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি, যারা বাচাই করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে