ফেইসবুক বন্ধের দাবি রওশন এরশাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০; সময়: ১১:১৪ অপরাহ্ণ |
ফেইসবুক বন্ধের দাবি রওশন এরশাদের

পদ্মাটাইমস ডেস্ক : তরুণ প্রজন্মকে রক্ষা করতে রাত ১২ টা থেকে সকাল সাতটা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ দাবি জানান তিনি।

তরুণ প্রজন্মকে রক্ষা আর পড়াশোনায় মনোযোগী করে তুলতে হলে রাতে ফেসবুক বন্ধ রাখার দাবি জানান তিনি। তিনি বলেন, আমাদের তরুণ সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই ফেইসবুক বন্ধ করা না হলে তারা পড়ালেখায় মনোযোগী হতে পারবে না। সারারাত ফেইসবুক চালিয়ে তাদের চোখ মুখ ফুলে গেছে, লাল হয়ে গেছে।

নারীর ক্ষমতায়নে চিত্র তুলে ধরে তিনি বলেন, এই সংসদেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক কম। আমরা গুটিকয়েক মহিলা নিয়ে নারীর ক্ষমতায়নের কথা বলা যাবে না। আমাদের শিক্ষার হার দেখতে হবে। মহিলারা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে।

রাজধানীতে মশার উপদ্রব বেড়েছে উল্লেখ করে আবর্জনা পরিষ্কার করা না হলে ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়ার কথা বলেন তিনি। রওশন এরশাদ বলেন, মশার যন্ত্রণায় এখন কথা বলা যায় না। কথা বলতে গেলে মুখে মশা ঢুকে যায়। সিটি করপোরেশনের মেয়ররা ড্রেন পরিষ্কার করে না। জনগণের ট্যাক্সের টাকায় ড্রেন পরিষ্কার করার কথা। যদি পরিষ্কার না করে তাহলে আমরা ট্যাক্স দেয়া বন্ধ করে দেব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে