শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ দমনে কমিটি গঠনের নির্দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০; সময়: ৮:৪১ অপরাহ্ণ |
শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ দমনে কমিটি গঠনের নির্দেশ

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ দমনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে ৩ সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এসময় আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা বা এ জাতীয় কোনো কার্যকলাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই কোনো পৃষ্ঠপোষকতা করা যাবে না মর্মে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো বিশ্ববিদ্যালয় যেন সম্পৃক্ত থাকতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদবিরোধী ব্যানার-ফেস্টুন সরবরাহ করা হয়। জেলা-উপজেলা পর্যায়ে আয়োজিত জঙ্গিবাদবিরোধী র‌্যালি-সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে