রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০; সময়: ৫:৫৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর ওয়ারীতে আজ সোমবার (২৭ জানুয়ারি) ওয়াসার গাড়ি চাপায় আবীর হোসেন (১৫) নামে এসএসসি’র এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে ওয়ারীর বলধা গার্ডেনের পাশে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওয়ারীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। নিহত আবীর হোসেন ওয়ারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করতো। ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে বলধা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে ঢাকা ওয়াসার পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যায় আবির। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ছেলেটির বাসা জয়কালী মন্দির এলাকায়। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই ঘটনায় ওয়াসার পানির গাড়িটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত আবিরের সহপাঠী রাসেল জানান, সে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আজকের তাদের ফেয়ারওয়েল ছিল। অনুষ্ঠানে অংশ নিতে সকল বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে এসেছিল। স্কুলের সামনের সড়ক ওয়ারী স্ট্রিটে ওয়াসার গাড়ি আবিরকে চাপা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে ছিল।

জানা গেছে, নিহত আবিরের মা কয়েক মাস আগে মারা যায়। তারা দুই ভাই ছিল। বড় ভাই পানিতে ডুবে মারা যায়। আবির তার বাবা আনিসুর রহমানের সঙ্গে ওয়ারীতে থাকতো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে