চাকরিতে নবম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগ, কোটা শুরু দশমে

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
চাকরিতে নবম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগ, কোটা শুরু দশমে

পদ্মাটাইমস ডেস্ক : এখন থেকে চাকরিতে এক থেকে নবম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে কোনো কোটা থাকবে না। তবে, দশম গ্রেড থেকে চাকরিতে কোটার সুযোগ থাকবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে মন্ত্রিসভায় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পরে সভার সিদ্ধান্ত নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ট্রিল কনভেনশন অনুসরণ করে আকাশ পথে পরিবহন আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এরফলে, বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে এখন থেকে ২০ লাখ ৩৭ হাজার টাকার স্থলে ক্ষতিগ্রস্তরা প্রায় ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।

মন্ত্রিসভার শুরুতেই আইসিটিতে ভিয়েতনামের প্রতিযোগিতায় পাওয়া অস্কার খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডসহ ৩টি পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে