পদ্মা সেতুর মূল কাঠামোর ৮৫.৫% কাজ শেষ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০; সময়: ১০:৩৮ অপরাহ্ণ |
পদ্মা সেতুর মূল কাঠামোর ৮৫.৫% কাজ শেষ

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর মূল কাঠামোর ৮৫ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে রোববার তার কার্যালয়ে ‘ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির’ পঞ্চম সভায় পদ্মা সেতুসহ অগ্রাধিকার তালিকাভুক্ত ১০টি প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে তৈরি হচ্ছে পদ্মা সেতুর মূল কাঠামো। গত ১৪ জানুয়ারি ২১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর অর্ধেকের বেশি দৃশ্যমান হয়েছে। ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির সভায় জানানো হয়, মূল সেতুর নির্মাণ কাজের ৮৫ দশমিক ৫ শতাংশ এবং পুরো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে।

এর মধ্যে সার্ভিস এরিয়া-২ এর কাজ ১০০ শতাংশ, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ ১০০ শতাংশ, জাজিরা প্রান্তে এপ্রোচ রোডের কাজ ৯১ শতাংশ এবং নদীশাসনের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। দ্বিতল এ সেতু নির্মাণ করা হচ্ছে কংক্রিট ও স্টিল দিয়ে। মূল কাঠামোর দুই প্রান্তে আরও প্রায় তিন কিলোমিটার সংযোগ সড়ক থাকছে। তাই পুরো সেতুর দীর্ঘ দাঁড়াবে প্রায় নয় কিলোমিটার।

৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতু ২০২১ সালের জুনে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পদ্মা সেতুর কাজের অগ্রগতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “পদ্মা সেতু নিয়ে অনেক ঝামেলা গেছে আপনারা জানেন। আমরা আনন্দিত অর্ধেকের বেশি হয়ে গেছে।”

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে