দেশে সাত বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে দ্বিগুণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ৯:৪৪ অপরাহ্ণ |
দেশে সাত বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে দ্বিগুণ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার তরুণের সংখ্যা। সাত বছরে যা দ্বিগুণ হয়েছে। চাকরির বাজারে ঢোকার সুযোগ পাচ্ছেন না প্রায় ১১ শতাংশ উচ্চশিক্ষিত যুবক। আইএলওর পরিসংখ্যানে মেলে ভয়াবহ এমন চিত্র।

কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের জবাব, কর্মসংস্থানের উপযোগী শিক্ষা পাচ্ছে না তরুণরা। তাদের পরামর্শ, যে শিক্ষায় মিলবে রুটি-রুজি সেদিকেই হাঁটতে হবে। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। বাংলার অতি প্রচলিত একটি প্রবাদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, কতখানি বাস্তবতা বহন করে এই প্রবচন?

আইএলওর গবেষণা বলছে, বাংলাদেশে দিদারের মতো ১১ শতাংশ উচ্চশিক্ষিত চাকুরির বাজারে ঢোকারই সুযোগ পান না।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দিন আহমেদ বলেন, ছাত্রছাতীরা তারা মনে করে বিশ্ববিদ্যালয় ডিগ্রীই ভবিষৎ কিন্তু আসলেই তো তা নয়, এখানে আপনে অনার্স, মাস্টার্স, পিএইচডি করেও আমাদের যেই প্রয়োজন, যেই কর্মদক্ষতা দরকার সেটাতো হচ্ছে না। এজন্য আমাদের কর্ম উপযোগি শিক্ষা বেশি প্রয়োজন।

আবার এই বাংলাদেশ থেকেই প্রতিবেশী দেশ ভারতের উচ্চ শিক্ষিতরা পোশাকসহ বিভিন্ন খাত থেকে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। কিন্তু কেন?

বেসকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় দেখা যায়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেসব উচ্চ শিক্ষিত প্রতিবছর বের হচ্ছেন তাদের বেশিরভাগ বাজার চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বর্তমান ও ভবিষ্যত সংকট মাথায় রেখে গবেষণার আলোকে সরকারের পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধিতে বেশ কিছু সমাধানের পথও বের করেছে সংস্থাটি। তবে উদ্যোগ যাই নেয়া হোক, সেগুলো যদি দ্রুত বাস্তবায়ন না করা যায়, তাহলে পরিণতি বলাই বাহুল্য।

বিশেষজ্ঞদের মতে, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, তা আর বাস্তবে রূপ নেবেনা, যদি না এসব তরুণদেরকে কর্মদক্ষ করে কর্মক্ষেত্রে উপযোগী করে তৈরি করা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে