মিথ্যা থেকে মুক্তি পেতে

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
মিথ্যা থেকে মুক্তি পেতে

পদ্মাটাইমস ডেস্ক : মিথ্যার সাহায্য নিয়ে জীবনকে সহজ করে তোলা, ঝুট-ঝামেলার ইতি টানা, জীবনে সুখী হওয়া কী সম্ভব? এর উত্তর খুঁজতে গিয়ে আমরা এর সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি দেখেছি। আমরা দেখেছি কিছু কিছু মানুষের জন্য মিথ্যা বলা যেন দৈনিক একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যার কবলে পড়ে অনেকবার ধরাও খেয়েছেন। অনেকে হারিয়েছেন তার সর্বস্ব।

কর্মক্ষেত্রে মিথ্যা বলার ফলে হারাতে হয়েছে চাকরি। কখনও কখনও ব্যবসা পরিচালনায় মিথ্যা বলে পুরো ব্যাবসাটাই বন্ধ করে দিতে হয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর স্ত্রীর সাথে মিথ্যা বলে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটাতে।

জীবনের একটা পর্যায়ে এসে সবাই চায় মিথ্যা থেকে মুক্তি পেতে। তবে ততদিনে মিথ্যা আমাদের জীবনকে গাছের শেকড়ের মতো আঁকড়ে ধরে। অনেকেই বলে থাকেন, আমি মিথ্যা বলা থেকে মুক্তি পেতে চাই তবে হাজার চেষ্টার পর সব কিছু যেন বৃথা হয়ে দেখা দেয়।

অনেকের মতে মিথ্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তবে বিশেষজ্ঞরা এই মতের বিরুদ্ধে তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, সব কিছুর যেমন শুরু আছে তেমন শেষ আছে। এই অভ্যাস থেকে মুক্তি পাবার জন্য তারা কিছু উপায়ও বলেন।

অনেক বিশেষজ্ঞের মতে, মিথ্যা থেকে মুক্তি পাবার প্রথম উপায় সচেতনতা। সময়ের সাথে সচেতনতা বৃদ্ধির ফলে জীবনের সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায়। তার সাথে কোনও বিশেষজ্ঞের নিকট থেকে পরামর্শ গ্রহণ করেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তাছাড়া কেউ যদি কোনও পরামর্শকের নিকট হতে পরামর্শ নিতে দ্বিধা বোধ করেন তাহলে আরও একটি সহজ উপায় হলো, পরিস্থিতি বা কোন নির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ করে মিথ্যা না বলার চেষ্টা করুন। এই প্রক্রিয়াটিকে পুরোপুরি বাস্তবায়নের জন্য নিজেকে কিছুটা সময় দিন। পাশাপাশি নিজের পরিবারবর্গের সহযোগিতা নিয়েও মিথ্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মনে রাখা ভালো কোন অভ্যাস কখনো একদিনে পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবেই অভ্যাসের কারণে অনেক চেষ্টার ফলেও আমরা নিজেকে পুরনো জায়গায় আবিষ্কার করতে পারি, তবে সব কিছুর পরেও নিজেকে পরিবর্তনের জন্য নিজেকে সময় দিতে হবে। মিথ্যা থেকে মুক্তি পেতে বা নিজেকে পরিবর্তন করতে হলে এর কোন বিকল্প নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে