এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯%

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২; সময়: ১:১১ অপরাহ্ণ |
এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯%

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসির ফলাফল ঘোষণা করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী।

তিনি আরও জানান, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়ের পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৪০০ ছাত্রী এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪০০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে এবার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে