বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে জেলা পরিষদে আ.লীগের প্রার্থীর শ্রদ্ধা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে জেলা পরিষদে আ.লীগের প্রার্থীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হওয়ায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় নেতা শহীদ এএইচএম কামরুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক করেছেন মাহনগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসমাল সান্টু, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবলুর রশীদ হাবু, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির অণু, বীর মুক্তিযোদ্ধা পান্না, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু, মুশফিকুর রহমান হাসনাত, আশরাফ উদ্দিন খান, মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মজিবুর রহমান, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, খায়রুল বাশার শাহিন, মাসুদ আহমদ, আশীষ তরু দে সরকার অর্পণ, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুব লীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে