করোনা আক্রান্তে মৃত্যু ৪৫ হাজার ছাড়াল

প্রকাশিত: এপ্রিল ২, ২০২০; সময়: ১:৩০ পূর্বাহ্ণ |
করোনা আক্রান্তে মৃত্যু ৪৫ হাজার ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল। মঙ্গলবার রাত পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪১ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৮ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৪৫ জনের।

এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

এদিকে করোনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটির মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৭২৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। আক্রান্ত মোট ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

মৃত্যুর দিক দিয়ে ইতালির পরেই আছে স্পেন। দেশটিতে মোট ৯ হাজার ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই তালিকায় গত ২৪ ঘণ্টায় নতুন যুক্ত হয়েছেন ৫৮৯ জন। স্পেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৩৬ জন।

এদিকে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে এবং আক্রান্ত ৫৪ জন। করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে