ট্রেনের ধাক্কায় তিন টুকরা বাস, নিহত ৩০

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০; সময়: ৯:৩৪ পূর্বাহ্ণ |
ট্রেনের ধাক্কায় তিন টুকরা বাস, নিহত ৩০

পদ্মাটাইমস ডেস্ক : একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় বাসটি তিন টুকরা হয়ে গেছে।

এ ঘটনায় বাসটির অন্তত ৩০ জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি রোহ্‌রি রেল স্টেশনের কাছে একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটির সঙ্গে ধাক্কা লাগে।

এসময় যাত্রীবাহী বাসটি তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং তাদেরকে রোহ্‌রি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে গত বছরের ৩১ অক্টোবর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ৭৩ যাত্রী নিহত হয়। এর আগে একই বছরের ১১ জুলাই পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত ও ৮৪ জন আহত হয়। সূত্র: দ্যা ডন ও সিনহুয়ার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে