করোনাভাইরাস : নাগরিকদের নিয়ে আসতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
করোনাভাইরাস : নাগরিকদের নিয়ে আসতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পদ্মাটাইমস ডেস্ক : মধ্য চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূলকেন্দ্রে আটকেপড়া মার্কিন নাগরিক ও কর্মীদের সরিয়ে নিতে একটি ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।

মঙ্গলবার বিমানটি কনস্যুলার কর্মীদের নিয়ে উহান থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে উড়াল দেবে। চীনে নিজেদের নাগরিকদের ইমেইল বার্তা পাঠিয়ে এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র।-খবর এএফপির

হুশিয়ার করে বলেছে, বেসরকারি লোকজনের জন্য সেখানে সীমিত আসন থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমানের সক্ষমতা খুবই সীমিত।

‘যুক্তরাষ্ট্রে ফিরে আসতে আগ্রহীদের প্রত্যেককে বহন করে নিয়ে আসার ক্ষেত্রে আসন যদি অপর্যাপ্ত হয়, তবে করোনাভাইরাসের ঝুঁকিতে বেশি থাকা লোকজনকে অগ্রাধিকার দেয়া হবে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, বিমানটিতে ২৩০টির কাছাকাছি আসন হবে। আর উহানে হাজারখানেক মার্কিন নাগরিক রয়েছেন।

হুবাই প্রদেশের রাজধানী উহান থেকে বাসযোগে নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ফ্রান্স।

এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দুই হাজার লোক সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ৫৬ জনের। উহানের একটি সিফুড ও জীবিত প্রাণীদের বাজার থেকে এটি সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে