ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চলছে: মমতা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৭:৪৯ অপরাহ্ণ |
ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চলছে: মমতা

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, নেতাজি হিন্দু মহাসভার ‘বিভাজনমূলক রাজনীতির’ বিরোধিতা করেছিলেন, তিনি বরাবরই ধর্মনিরপেক্ষ ও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেছিলেন। দার্জিলিংয়ে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথাগুলো বলেন তিনি।

এ সময় নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার জন্যে ফের দাবি জানিয়ে এই তৃণমূল নেত্রী বলেন, ‘হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, নেপালি- সবার পাশে দাঁড়াতেন নেতাজি। সওয়াল করতেন ধর্মনিরপেক্ষতার পক্ষে।’

এ সময় মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা চলছে। আর এমন করে হিন্দু ধর্মেরই বদনাম করছে বিজেপি। . . .সুভাষ চন্দ্র বসু বরাবরই সমস্ত ধর্মকে সম্মান করার কথা বলেছেন, এবার তাই ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমাদের।’ এনডিটিভি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে