নেপালে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ৮ ভারতীয়

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০; সময়: ৯:৫৬ পূর্বাহ্ণ |
নেপালে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ৮ ভারতীয়

পদ্মাটাইমস ডেস্ক : নেপালে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন চার শিশুসহ ৮ ভারতীয়।

স্থানীয় গণমাধ্যম হিমালয়ান টাইমসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মঙ্গলবার নেপালের মাকাওয়ানপুর জেলার দামন এলাকায় এক রিসোর্টে এসব ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের সবাই ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের বাসিন্দা।

ওই রিসোর্টে গ্যাস লিকেজের ঘটনায় ঘরে দম আটকে তারা মারা যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এবিপি আনন্দ জানায়, সোমবার দামনের এভারেস্ট প্যানোরামা রিসর্টের একটি স্যুইটে উঠেছিলেন ওই ৮ ভারতীয়। নিজেদের কক্ষে গ্যাস লিকেজের ব্যাপারে সচেতন ছিলেন না তারা। মঙ্গলবার তাদের সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুর এইচএএমএস হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

দামনের পুলিশের মহাপরিদর্শক সুশীল সিং রাথুর বলেন, অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচতে গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছিলেন তারা। যে কারণে এ দুর্ঘটনার শিকার হয় পরিবার দুটি।

রিসোর্টের ম্যানেজারের ধারণা, ভারতীয় ওই পর্যটক দলে দুই পরিবারে দুই দম্পতিসহ তাদের চার সন্তান ছিলেন। কক্ষের সব জানালা ও দরজা বন্ধ করে রাখায় বাতাস চলাচল করতে পারেনি। পরে গ্যাস লিকেজ হয়ে কক্ষে অক্সিজেন কমে বিষাক্ত কার্বনের মাত্রা বেড়ে যায়। আর এতে তারা দম আটকে মারা যান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে