পানি বাঁচাতে অস্ট্রেলিয়ায় ৫ হাজার উট হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ৭:০৪ অপরাহ্ণ |
পানি বাঁচাতে অস্ট্রেলিয়ায় ৫ হাজার উট হত্যা

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে প্রচণ্ড খরার কারণে স্থানীয় অধিবাসীদের পানি ও খাবার সংকট কাটাতে গত ৫ দিনে ৫ হাজার উটকে গুলি করে হত্যা করেছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক খরায় অপর্যাপ্ত খাবার ও পানীয় জলের অভাবে উটগুলি স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানায়, গত দুই মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানল চলাকালে ওই অঞ্চলের ৫০ কোটি প্রাণি মারা গেছে।

এপিওয়াইয়ের জেনারেল ম্যানেজার রিচার্ড কিং বলেন, ‘বন্য উট বেশি পরিমাণে পানি পান করে। যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য এক ধরনের হুমকির বার্তা। যে কারণে হেলিকপ্টার থেকে প্রফেশনাল শ্যুটার দিয়ে উটগুলোকে হত্যা করা হয়।’

‘‘অস্ট্রেলিয়ার আনাঙু পিতজানটজার ইয়াংকুনিজাটাযায় ২৩ হাজার আদিবাসি থাকে। সেখানকার গাড়ি চালকদের জন্যও অবকাঠামোগত ঝুঁকি রয়েছে।’’

তিনি আরও বলেন, এখানকার শিশুসহ অন্যান্য বাসিন্দাদের জীবনের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে