রাজশাহীর হাসপাতালে কমেছে চিকিৎসক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ২:৩৫ পূর্বাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে কর্তব্যরত চিকিৎসকরা গরহাজির থাকছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভুক্তভোগী মানুষ নানান সমস্যা নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে।

একই অবস্থা রাজশাহী মহানগরীতেও। নগরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকেই দরজায় নোটিশ ঝুলিয়ে দিয়ে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। বিশেষ করে সিনিয়র চিকিৎসকরা এক সপ্তাহ আগে থেকে রোগী দেখা বন্ধ করে দিয়েছে। ফলে চিকিৎসা পেতে চরম দুর্ভোগ পেয়াতে হচ্ছে রোগীদের।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য বলেন, এই সময়ে সকল চিকিৎসককে নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে রাজশাহী মহানগরীর পপুলার, ল্যাবএইড, মাইকোপ্যাথ, জিলিয়াসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকেই দরজায় নোটিশ ঝুলিয়ে দিয়ে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন না বলে ব্যাপক অভিযোগ উঠেছে। জুনিয়র ও ইন্টার্ন ডাক্তারদের ওপর ওয়ার্ডের দায়িত্ব ছেড়ে দিয়ে তারা নিজ নিজ বাসা বাড়িতে থাকছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, অনেক চিকিৎসকের পিপিই না থাকায় তারা ওয়ার্ডে আসতে পারেননি। সময়টা যেহেতু খারাপ তাই তারা কেউ কেউ আসছেন না। তবে পিপিই এসে গেছে। এখন সবাই দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে আশা করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে