দ্রুতগতিতে বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ১২:৩০ পূর্বাহ্ণ |
দ্রুতগতিতে বাড়ছে করোনার সংক্রমণ

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ২৪৪ জন।

প্রতিদিন দ্রুতগতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯০৬ জন, মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

ইতালিতে মোট আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন, মারা গেছেন আট হাজার ২১৫ জন। স্পেনে মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৯ জন, মারা গেছেন চার হাজার ৮৫৮ জন।

বাংলাদেশে নতুন আরও চার জন নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে