সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কথা বলবে পিবিআই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০; সময়: ১১:৩২ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কথা বলবে পিবিআই

পদ্মাটাইমস ডেস্ক : বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুর ২৩ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়েও সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি।

কয়েক দফা তদন্তে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা অদ্যাবধি মেনে নিতে পারেনি তার পরিবার, সুহৃদ ও অগুনতি ভক্ত।

সর্বশেষ ২০১৬ সালের শেষ দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে তদন্তভার দেয়া হয়।

সেই তদন্তের সূত্র ধরেই সোমবার বেলা সাড়ে ১১টায় পিবিআই সদর দফতরে সালমান শাহর হত্যার রহস্য নিয়ে কথা বলবে তদন্ত সংস্থা। আজকের সংবাদ সম্মেলনে সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে কথা বলবেন পিবিআইর প্রধান বনজ কুমার মজুমদার। পিবিআইর ঢাকা মেট্রো উত্তর জোনের এসপি বশির এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর পিবিআই সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে আদালতে মামলার ‘তদন্ত অগ্রগতি’ প্রতিবেদন দাখিল করে। তবে সেই প্রতিবেদনেও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কোনো তথ্য দেয়নি।

দীর্ঘদিন ধরে তদন্তাধীন এ মামলার অনেক সাক্ষী ও আলামত নষ্ট হয়ে গেছে। ফলে মৃত্যুরহস্য উদ্ঘাটনে খোদ তদন্ত সংস্থাই হিমশিম খাচ্ছে। পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে পিবিআই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে