বগুড়ায় ইভিএম ভোটে বিএনপির মেয়র প্রার্থীর জয়

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
বগুড়ায় ইভিএম ভোটে বিএনপির মেয়র প্রার্থীর জয়

পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনকে ১ হাজার ১৪ ভোটে পরাজিত করেছেন। সোমবার সকাল থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেন ভোটাররা।

রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, চার মেয়র প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকে ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিএনপির জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট।

অপর দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের এনামুল হক রানা ১ হাজার ২৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী ৩৩৪ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন নির্বাচিত হয়েছেন।

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয় এই পৌরসভায়। ভোটগ্রহণের পুরো সময়জুড়েই কোনো ধরণের সহিংসতা ছাড়াই উৎসবমুখ পরিবেশ ছিলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে