উন্নয়নের ধারা বজায় রাখতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ২১, ২০২০; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
উন্নয়নের ধারা বজায় রাখতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার করোনাভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা জানি করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তথাপিও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারবাহিকতা বজায় রেখে উন্নয়নের মূল গতি ধরে রাখার। যে কারণে আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে এই সভার সঙ্গে সংযুক্ত হন।

প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা সংক্ষিপ্ত ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও পুণরায় গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশবাসীকে আমি এই অনুরোধ করবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ, জীবনকে চলমান রাখতে হবে, স্থবির হতে দেয়া যাবে না। আবার একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুস্থ থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ এই সমস্যাটা চলছে। কাজেই এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই।

তার সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান এমপিসহ দেশে এবং প্রবাসে করোনাভাইরাসের কারণে মারা যাওয়া বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি এবং এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ দেশে ও প্রবাসে অনেককে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদের এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে