করোনার প্রভাবে জিম্মি ক্রেতারা

প্রকাশিত: মার্চ ২১, ২০২০; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
করোনার প্রভাবে জিম্মি ক্রেতারা

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসের প্রভাবে দাম বেড়েছে নিত্যপণ্যের। ক্রেতাদের জিম্মি করে ইচ্ছেমতো দামে সব ধরনের পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার ওই উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে- চালের দাম প্রতি বস্তায় বেড়েছে তিনশ টাকা। এছাড়া পেঁয়াজ ২০-৩৫ টাকা, রসুন ২০-৬০ টাকা, শুকনা মরিচ ৫০ টাকা, হলুদ ৩০টাকা, ডাল ৬৫- ১২৫ টাকা, সয়াবিন তেল ১০-২০ টাকা, এলাচ পাঁচশ টাকা, মরিচ গুড়া ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন।

ব্যবসায়ীরা জানান, আড়ত ও পাইকারি বাজারে দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় সব পণ্য খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

চান্দিনা বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দুলাল মিয়া বলেন, আমরা দিনাজপুর, বগুরা, নওগাঁ থেকে চাল কিনি। মিল মালিকরা ৫০ কেজির বস্তাপ্রতি তিনশ টাকা দাম বাড়িয়েছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সমিতির সদস্যদের সঙ্গে জরুরি সভা করে দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে।

চান্দিনার ইউএনও স্নেহাশীষ দাস বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত আছে। যৌক্তিক কারণ ছাড়া অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে