আরও কমবে পেঁয়াজের দাম

প্রকাশিত: মার্চ ১৪, ২০২০; সময়: ৭:২০ অপরাহ্ণ |
আরও কমবে পেঁয়াজের দাম

পদ্মাটাইমস ডেস্ক : পাঁচ মাস ধরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল প্রতিবেশি রাষ্ট্র ভারত। তাই এই কয়েক মাসেই নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের মানুষের। কিন্তু সময়ের সাথে বাজারে ধীরে ধীরে কমেছে পেঁয়াজের দর। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে পণ্যটি। আগামীতে দর আরও কমবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ইতোমধ্যে স্থানীয় আমদানিকারকদের পক্ষ থেকে ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি (ইমপোর্ট পারমিট বা আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে আপাতত আট হাজার টন পেঁয়াজ আমদানির আইপি ইস্যু করা হয়েছে। আগামীকাল থেকে আমদানি করা এসব পেঁয়াজ দেশে আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভারত থেকে আমদানি শুরু হচ্ছে—এমন খবরে হিলির পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা

রাজধানীর পেঁয়াজ ব্যবসায়ী জমির মিয়া বলেন, ‘পেঁয়াজ আমদানিতে করোনাভাইরাসের প্রভাব না পড়লে কয়েক মাসের মধ্যে দেশে পেয়াজের কেজি ২০ থেকে ৩০ টাকায় নেমে আসবে।’

গতকাল হিলির পাইকারি বাজার ঘুরে মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে সুখসাগর জাতের পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। অন্যদিকে এদিন পাবনার মুড়িকাটা পেঁয়াজ কেজিপ্রতি ৩৫-৪০ টাকায় বিক্রি হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে